Daily Frontier News
Daily Frontier News

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

 

মাসুদ পারভেজ

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকা থেকে রোববার দিনগত রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো টিপছোরা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের কোলাগাঁও এন্দু মিয়ার বাড়ির মৃত শামসুর রহমানের ছেলে মো. বাদশাহ (৩১), সাতকানিয়া থানাধীন দেওদিঘী আমির হোসেন মেম্বার বাড়ির নজির আহমদের ছেলে মো. সাহেদ (২৩), কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বন্দকপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে মো. করিম (২২), একই থানার পিএম খালী গ্রামের ছাবের আহমেদের ছেলে মো. রুবেল (২৮) এবং তিন শিশু রয়েছে। তারা নগরীর বিভিন্ন স্থানে ভাসমান হিসেবে বসবাস করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, পুরাতন রেলস্টেশন এলাকার গ্রামীণ মাঠের কাছে অন্ধকারাচ্ছন্ন এলাকায় চক্রের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো ছোরা জব্দ করা হয়।

Daily Frontier News