Daily Frontier News
Daily Frontier News

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক গাঁজা সহ গ্রেফতার একজন *

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ- 

 

.       জেলা ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা,হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন কুমিল্লা।

.      পহেলা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বেলা ১৬.০০ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানার এসআই(নিঃ) মোঃ সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঢাকা সিলেট মহা সড়কে কুট্টাপাড়া মোড়ে মোবাইল ডিউটি করা কালে গোপন সংবাদের প্রেক্ষিতে জানিতে পারেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে ওয়ালটোন শো রুমের সামনে একজন মাদক ব্যাবসায়ী মাদক দ্রব্য গাজা নিয়া ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য অপেক্ষা মান যাত্রী ।

.    আসামী মোঃ নয়ন(২৭)পিতা -মোঃ মাহতাব মিয়া,মাতা – জোহরাবেগম,গ্রাম-দৌলতপুর,কাজীবাড়ী,থানা- কসবা,জেলা- ব্রাহ্মণবাড়িয়া, কে তার ডান হাতে থাকা সপিং ব্যাগ এর মধ্যো কষ্টটেপ দ্বারা বাধা অবস্থায় দুই কেজি মোট ০২(দুই) গাঁজা মুল্য আনুমান(২×৩০০০০/-)=৬০০০০/-টাকা উদ্ধার পুর্বক উপস্হিত স্বাক্ষীদের সামনে ১৬.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।

.    আসামির বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রজু প্রক্রিয়াধীন।

.     এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা,অফিসার ইনচার্জ শ্রী আকুল চন্দ্র বিশ্বাস আমাদের মিডিয়া প্রতিনিধিকে জানান,হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান আব্যাহত থাকবে। দায়িত্ব পালনে আমরা সচেষ্ট ।

Daily Frontier News