স্টাফ রিপোর্টার :-
পহেলা ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় নরসিংদী সদর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলার ক্রাইম রিপোর্টার ইউনিটে নির্বাহী সদস্য সংবাদ পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ জাকারিয়ার ফুলতলা আদুরী ডাইং এর মালিক জামাত শিবিরের অর্থ যোগানদাতা ও আদুরী ডাইং এর বিরুদ্ধে পরিবেশ ও শব্দ দূষণ, এলাকায় জলা বদ্ধতা সৃষ্টি সংবাদ একাধিক পত্রিকায় প্রকাশিত হয়। এরই জের ধরে ডাইং এর মালিক জহিরুল হক ও রং মাস্টার ফাইনুস মিয়া ক্রাইম রিপোর্টার মোঃ জাকারিয়াকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে মোহাম্মদ জাকারিয়া বাদী হয়ে আদালতে মামলা করে। বিচারের দাবিতে নরসিংদী সদর প্রেসক্লাবে প্রাঙ্গনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ কাউসার হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম আজরাফ টিপু, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, সহ-সভাপতি ডাক্তার শরিফ, দপ্তর সম্পাদক রেজাউল করিমরেজাউল করিম, প্রচার সম্পাদক মাইনুদ্দিন সরকার ওমান উদ্দিন সরকার, ক্রাইম রিপোর্টার এর উপদেষ্টা নুরুজ্জামান পিটু, সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম, কোষাধক্ষ্য সালাম মিয়া, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, আনন্দ টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি শরিফ, সাংবাদিক এস আলম, ভিকটিম মোহাম্মদ জাকারিয়া এবং উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics