স্টাফ রিপোর্টার:-
কুমিল্লা নানুয়ার দিঘীর পাড়ে অবস্থিত শৈলরাণী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম বদল করে নওয়াব ফয়জুন্নেছার নামকরনের আন্দোলন সমর্থন করেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গত ২ জুন লাকসাম পৌরসভা মিলনায়তনে নির্বাহী অফিসার মাহফুজা মতিনের সভাপতিত্বে আয়োজিত উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সবায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরীর প্রতিষ্ঠিত কুমিল্লা শহরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি জনৈক জেলা অফিসের কেরানী জালিয়াতির মাধ্যমে তার স্ত্রী শৈলরাণীর নামে রুপান্তর করেন। যা সম্পূর্ণ বেআইনী ও অবৈধ। বিষয়টি এখন ইতিহাসের কাঠগড়ায়। এ ব্যপারে সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা রাখাটা এখন ইতিহাস ও সময়ের দাবী।
প্রতিমন্ত্রী বলেন বেগম রোকেয়ার ৩৭ বৎসর পূর্বে নওয়াব ফয়জুন্নেছার জন্ম হয়। রোকেয়ার জন্মের ৭ বছর পূর্বেই তিনি নারী শিক্ষা প্রসারে কুমিল্লা স্কুল প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময়ে মোহরানার হক আদায়ে মামলা দায়ের করে নারী অধিকার প্রতিষ্ঠায় ইতিহাসের স্বাক্ষী হিসেবে অমর হয়ে আছেন তিনি।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics