আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের জামালপুর ডিগ্রী কলেজের সাবেক খন্ডকালীন ইংরেজী প্রভাষক সাংবাদিক এনামুল হাসানের উপর সন্ত্রাসী হামলা চালায় নারগানা এলাকার সারোয়ার,সোহাগ, আওলাদ ও আব্দুস ছামাদ বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নরে চান্দেরবাগ লিটন (লিটুর) দোকান সংলগ্ন নিরবস্থানে। এ সময় তার সাথে থাকা নগদ ১লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রোববার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. ফায়েজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম বলেন- বিষয়টি দুঃখ জনক। তবে উভয় পক্ষের সাথে কথা মিমাংসার চেষ্টা করব।
অভিযোগ সূত্রে জানাযায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে এনামুল হাসান ডাচ বাংলা ব্যাংকের টাকা জমা দেয়ার জন্য ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে চান্দের বাগ বাজার সংলগ্ন লিটনের দোকানের নিকট পৌছালে তার পথরোধ করে ওই অভিযুক্তকারীরা। পরে কথা আছে বলে লিটনের দোকানের পিছনে নিয়ে গিয়ে দেশীয় অস্ত্র লাঠি-সোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে গুরুতর জখম করে । এক পর্যায় মাটিতে সোইয়া গলা চাপিয়া ধরে শ^াসরোদ্ধ করে হত্যার চেষ্টাও চালায়। এ সময় তার সাথে থাকা ১ লাখ ২০ হাজার ছিনিয়ে ওই সন্ত্রাসীরা। পরে ডাক-চিৎকারে আসে-পাশের লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics