Daily Frontier News
Daily Frontier News

কর্ণফুলীতে আট কোটি টাকা মূল্যে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক

 

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফ

কক্সবাজার থেকে সাড়ে ৯ কেজি ‘অবৈধ স্বর্ণ’ এনে পুলিশ জালে চার পাচারকারী

চট্টগ্রামের কর্ণফুলীতে আট কোটি টাকা মূল্যে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মইজ্জেরটেক এলাকায় মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই সোনা জব্দ করা হয়। এ সময় নারীসহ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলো—গীতা ধর (৩৮), অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮) ও তাঁর স্ত্রী জুলি ধর (৩৫)। তাঁরা সবাই বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের অনন্ত মহাজন বাড়ির বাসিন্দা।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেন বলেন, আটককৃতদের মধ্যে দুজন (পুরুষ) স্বর্ণকারিগর। তাদের স্ত্রীরা গৃহিনী হলেও এসব কাজে স্বামীদের তারা সহযোগিতা করত। স্বর্ণ কারিগর হিসেবে কাজ করার সুবাধে তাদের সাথে চোরাচালান কারবারীদের সাথে যোগাযোগ হয়েছে। এই সুযোগে তারা সোনাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘আটককৃত নারী জুলি ও গীতা ধর কোমরে সুকৌশলে বেঁধে আনছিল স্বর্ণগুলো। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশিকালে কোমড়ে পেচানো অবস্থায় ৯ কেজি ৬২৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। তারা বাস যোগে স্বর্ণগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন।’

তিনি আরো বলেন, উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করে মামলার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের বাসটি মইজ্জারটেকের চেক পোস্ট অতিক্রমের সময় তল্লাশি করে পুলিশ। এ সময় বাসের চার যাত্রীর কোমর থেকে সোনার বার ও পাতগুলো জব্দ করা হয়।

Daily Frontier News