বিশেষ প্রতিনিধি
ঈশ্বরদীতে গভীর রাতে চাচীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এলকাবাসীর কাছে ধরা খেয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ছলিমপুর ইউনিয়ন শাখার একজন সক্রিয় কর্মী।
গতকাল শনিবার রাত ১২ টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পরকিয়া প্রেমিক এক সন্তানের জনক সানাউল্লা (২৯) নওদাপাড়া গ্রামের মৃত বাদশা প্রামানিকের ছেলে এবং পরকিয়া প্রেমিকা একই এলাকার মিঠন সরদারের স্ত্রী এবং এক সন্তানের জননী ঋতু খাতুন (২৮)।
এ ঘটনার পর অভিযুক্ত লম্পট সানাউল্লার ছবি সংবলিত ব্যানার রাতের অন্ধকারে নামিয়ে ফেলেছে বিক্ষুদ্ধ জনতা।
প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী কাঠের নকশার কাজে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলে। সেই সুযোগে গৃহবধু ঋতু অবৈধ সম্পর্ক তৈরী করেন প্রতিবেশী ভাসুরপো সানাউল্লার সাথে। সানাউল্লা-ঋতুর এই অবৈধ সম্পর্ক প্রায় ২ বছরের। সেই সম্পর্কের জের ধরে সুযোগ পেলেই রাতের আধারে চাচীর ডাকে সাড়াদিতে তার ঘরে আসত সানাউল্লা। এ নিয়ে একাধিক বার পারিবারিক কলহের সৃষ্টি হলেও তাদের এই অবৈধ সম্পর্কের ভিত নড়েনি। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাত ১২ টার দিকে ঋতুর ঘরে তাদেরকে আপত্তিকর অবস্থার হাতে নাতে আটক করেন প্রতিবেশীরা। এসময় বিক্ষুদ্ধ এলাকাবাসী তাদের উত্তম মাধ্যম প্রহার করে পুলিশে সোপর্দ করতে চাইলে স্থানীয় ইউপি সদস্য এবং চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পারিবারিক ভাবে মিমাংসার প্রতিশ্রুতি দেন।
নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বলেন, সানাউল্লা পদধারী কোন নেতা নন তবে সে ছলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় কর্মী ।
জানতে চাইলে পরকিয়া সম্পর্কের কথা স্বীকার করে ঋতু বলেন, আমাদের সম্পর্ক প্রায় ২ বছরের আমরা একে অপরকে ভীষন ভালো বাসি।
ঋতুর স্বামী মোঃ মিঠন জানান, আমি বাড়িতে ছিলাম না। বাড়ীতে সমস্যার কথা জানতে পেরে গতরাতে বাড়ী এসেছি । তবে এখনো তেমন কিছু জানতে পারিনি। ভাইদের সাথে কথা বলে বাকিটা জানাতে পারব।
মিঠনের ভাই রিপন বলেন, বিষয়টি একান্তই পারিবারিক। আমরা পারিবারিক ভাবেই সেটাকে সমাধান করব।
জানতে চাইলে দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতরাতে পরকিয়ার প্রেমে আটকের একটি ঘটনার খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। মেয়েটার স্বামী বাড়ীতে না থাকায় পুলিশ বা সালিশ করা সম্ভব হয়নি। তবে আজ বিকেলে সবাই বসে সাধানের কথা আছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics