সাহাবুউদ্দিন
আনোয়ারায় তালা কেটে ৬ গরু চুরি
আনোয়ারায় বারখাইন ইউনিয়নের পূর্ব ঝিওরি গ্রামে গোয়ালঘরের তালা কেটে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে জব্বার আলী মাঝির বাড়ির মো. রফিক প্রকাশ মানুর (৫৫) গোয়ালঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে যায় চোরের দল।
ক্ষতিগ্রস্ত মো. রফিক জানান, সন্ধ্যায় বাড়ির পাশের গোয়ালঘরে দুটি গাভি, দুটি বাচুর এবং দুটি ষাঁড় গোয়ালঘরে বেঁধে বাইরে তালাবদ্ধ করে রেখেছিলাম। রোববার ভোরে দেখা যায়, তালা কেটে ৬টি গরু চুরি করে নিয়ে গেছে।
এগুলোর দাম ৪ লাখ টাকা। সম্ভবত চোরের দল গাড়ি নিয়ে এসে গরুগুলো চুরি করেছে।
দুই বছর আগেও আমার দুটি গরু চুরি হয়েছিল। এই গরুর দুধ বিক্রি ও গরু দিয়ে চাষাবাদ করে আমার সংসার চলে।
এ ব্যাপারে থানায় অভিযোগ করবো।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ জানান, গরু চুরির বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics