Daily Frontier News
Daily Frontier News

মানবিকতার কান্ডারী রক্তযোদ্ধো মারুফ…..

 

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

‘মানুষ মানুষের জন্য ‘জীবন জীবনের জন্য ‘একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ছোট বেলায় এই লাইনগুলো বহুবার শুনেছি, তেমনে শুনেছে অসহায়ের আর্তনাদ,হাহাকার!আমাদের সমাজের এমন অনেক মানুষ আছেন,যারা দুঃখ দেখেও না দেখার ভান করে থাকেন,গল্প তাদের নিয়ে নয়,গল্পটা কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন খাড়াতাইয়া যার বাড়ি, কিন্তু বাড়িতে থাকার সময় কই তার! সারাদিন ছোটেন কুমিল্লা শহরের আনাচে কানাচে! সাজ্জাদ মারুফ বখে যাওয়াদের দলের নয়!বরং তাঁকে বখতে যাওয়া তারুণ্য সঠিক পথে!কাঁধে কাঁধে মিলিয়ে সংগ্রাম করে দৈন্যতার বিরুদ্ধে কুমিল্লা ব্লাড ফাউন্ডেশন সাবেক সভাপতি ও ব্লাড ডোনেশন কুমিল্লা বিডিসি সংগঠনের পরিচালক সদস্য সাজ্জাদ মারুফকে কল দিলেও হাসিমুখে ছুটে আসবে অন্যের বিপদে,করুনার দূরদিনে একজন রক্তযোদ্ধা হিসাবে নির্ভয়ে কাজ করেছেন সামনে থেকে,তিনি মানুষ,ক্লান্তি ভর করে যেসব উড়িয়ে দেন দূরন্ত হাসিতে,যে হাসিতে মন ভালো হবে যে কারোর,তিনি পড়াশোনা করেছেন খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় থেকে ডিগ্রি প্রথম বর্ষে,বিভিন্ন সামাজিক কাজেও তাকে দেখা গিয়েছে অনেকের তেঁতো কথা হজম করতে হয়,সাজ্জাদ মা’রুফ যেসবে ভ্রক্ষেপ করেন না,যারা তাঁকে ভালোবাসে তাদের জন্য কাজ করতে চান,বাঁচাতে চান মানুষের জন্য,সাজ্জাদ মারুফ সমাজে আলো হয়ে পথ দেখায় অসহায়কে, তাদের দেখে অনুপ্রাণিত হয় তারুণ্য, ঠিক এমন মানুষের প্রয়োজন হয় সমাজ গড়তে!

Daily Frontier News