Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে খাদ্যের নিরাপদতা বিষয়ে স্কুল ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

২৫মে বৃহস্পতিবার কুমিল্লা বুড়িচংয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক) এর সহযোগিতায় এবং গ্রামীণ ইকোনমিক এন্ড সোশাল এডভান্সমেন্ট ( জিসা) এর বাস্তবায়নে বুড়িচং কালি নারায়ণ বালিকা উচ্চবিদ্যালয়ে খাদ্যের নিরাপদতা বিষয়ক স্কুল ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কালি নারায়ণ বালিকা উচ্চবিদ্যালয়ের সিনি.সহকারী শিক্ষক মো. জসীম উদ্দিনের তত্ত্বাবধানে “খাদ্য ভেজাল সকল রোগের একমাত্র কারণ” বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কালি নারায়ণ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সাহিদা আক্তার বলেন, নিরাপদ খাবারের জন্য আমাদেরকে অনেক সচেতন হতে হবে। অনেক খাবারে ক্যমিকেল মিশানো থাকে যেসকল খাবারে ক্যমিকেল মিশায় আমরা এসমস্ত খাবার বর্জন করবো। এবং নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেশি বেশি আয়োডিন যুক্ত খাবার শাক,ডিম,দুধ সহ বিষমুক্ত ফলমূল খাওয়ার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ইয়ামিন হোসেন, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক) এর প্রোগ্রাম ডিরেক্টর মো. জিল্লুর রহমান, গ্রামীণ ইকোনমিক এন্ড সোশাল এডভান্সমেন্ট( জিসা) এর নির্বাহী পরিচালক মো. আমলগীর হোসেন লিটন,পিপল ডেভেলপমেন্ট সেন্টার (পিডিসি) এর নির্বাহী পরিচালক হাজী মোহাম্মদ মীর কাশেম।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিসউক এর অফিস ইনচার্জ মো. কামরুজ্জামান, কালি নারায়ণ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.কবির হোসেন, সহকারী শিক্ষক পাপিয়া পাল, সহকারী শিক্ষক শিবপদ আচার্য প্রমুখ।

Daily Frontier News