Daily Frontier News
Daily Frontier News

বান্দরবানে এককালীন শিক্ষা ও চিকিৎসা এবং অগ্নিকান্ডে সহায়তা অনুদান বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী

 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় এককালীন শিক্ষা ও চিকিৎসা এবং অগ্নিকান্ডে সহায়তা অনুদান বিতরণ অনুষ্ঠান ২১মে রবিবার সকালে বান্দরবান অরুণ সার্কি টাউন হলে অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কেএম তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি,
বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজ সেবা কনভেনিং কমিটির আহ্বায়ক তিং তিং ম্যা। বান্দরবান পৌরসভার (দায়িত্বপ্রাপ্ত)মেয়ের সৌরভ দাশ শেখর, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সদস্য অমল কান্তি দাশ, বান্দরবানের সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ এসএম নয়ন সরোয়ার।

অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মহুরি। বান্দরবান জেলা সমাজ অধিদপ্তরের সহকারী পরিচালক উর্বষী দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার সফিকুল ইসলাম,সদর উপজেলা সমাজ সেবা অফিসার সত্যজিৎ মজুমদার,সরকারী বেসরকারী কর্মকর্তারাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এককালীন শিক্ষা ও চিকিৎসা এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা অনুদান বিতরণের পরিমাণ ৫২লক্ষ ৩২হাজার টাকা।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, যেখানে সমস্যা সেখানে আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার অসহায় পরিবারের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে অতীতের তুলনায় বরাদ্দ বৃদ্ধি করেছে, আগামীতে সরকার আরো বেশী সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আলোচনা সভায় বিশেষ অতিথিরা আরো বলেন সামাজ সেবা অধিদপ্তর একটি সেবা মূলক প্রতিষ্ঠান । বর্তমানে সামাজ সেবা অধিদপ্তরের সহায়তায় শিশু ও নারীরা বিভিন্ন সেবা পাচ্ছে। দুর্গম পার্বত্য এলাকায় সামাজ সেবা অধিদপ্তর গরীব ও অসহায় ব্যক্তিদের সেবাই হাত বাড়িয়ে দিয়েছে।
সমাজ সেবা আধিদপ্তরের নানা কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে তাদের প্রত্যেককে নিজ নিজ কর্তব্যের প্রতি আরো দায়িত্ববান হওয়ায় আহবান জানান বক্তারা।

Daily Frontier News