Daily Frontier News
Daily Frontier News

পীরের হাতে বায়াত হওয়া ফরজ। সূফি লেখক:- মুহাম্মদ রাকিব বিন রহিম

 

পীর মুরশিদ অলী আওলিয়াগন আমাদের সহজ সরল পথের সন্ধান দিচ্ছে বলে আজ আমরা মুসলিম। মুসলিমের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না। মুসলিম হওয়ার জন্য আহলে বাইতে রাসুল (সা:) এর আওলাদে পাকের হাতে বায়াত নেওয়া বাধ্যতামূলক। আমাদের মধ্যে অনেকে আছেন বায়াত ছাড়া তরিকা পালন করতে চাই। আহলে বাইত পাকের কদমে নিজেকে সোপর্দ না করা পর্যন্ত নিজের অস্তিত্ব খুজে পাওয়া অসম্ভব।

রাসুল (সা:) এর যুগে কোনো ইহুদি ইমান আনলে তাকে রাসুল (সা:) সঙ্গে সঙ্গে বায়াত করাতেন। বায়াত ছাড়া মুসলিম হওয়া যায় না। জন্মগত ভাবে মুসলিম হওয়াটা ভাগ্য বায়াতের মাধ্যমে মুসলিম হওয়াটা সৌভাগ্য এবং ফরজ আদায় করা। শরীয়তে নামাজ ফরজ। না পড়লে গুনাহগার,ঠিক তেমনি পীর না ধরা ফরজ না ধরলে গুনাহগার।

★ পীর ধরার বিষয়ে আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফে বলেন স্মরণ কর সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাদের ধর্মীয় নেতা (ইমাম) সহ আহ্বান করব (সুরা:১৭ বনী- ইসরায়িল ৭১)

★ আল্লাহ পাক আরেক আয়াতে বলে অনুসরণ কর তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করেন না কিন্তু তারা সুপথ প্রাপ্ত (সুরা:৩৬ ইয়া-সীন:২১)।

Daily Frontier News