Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগর “উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির” সভা অনুষ্ঠিত

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৯ নভেম্বর ২০২৩ খ্রিঃ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাক্কী, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম,স্বাস্থ্য পরিদর্শক রতন চন্দ্র ঘোষ প্রমুখ। তাছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সকল সদস্যগণ।

Daily Frontier News