Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

আ:ছাত্তার মিয়া নরসিংদী:

নরসিংদী মা জেনারেল এন্ড অর্থোপেটিক হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত: মঙ্গলবার স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ডাক্তার ইফতেখার ইসলাম দীপু নাক কান গলা রোগ বিশেষজ্ঞ,ডাক্তার হাদিউর রহমান তানজিদ, মেডিসিন ডায়াবেটিস বাত ব্যাথা,চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ডাক্তার সারিকা ইসলাম গ্যাষ্ট্লজি ও গাইনি রোগ বিশেষজ্ঞ।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ডাক্তার সীমান্ত কুমার দত্ত , ইনডোর মেডিকেল অফিসা, মো: এনামুল হক সরকার, ব্যবস্থাপনা পরিচাল, ড: সুমন চন্দ্র সরকার, ব্যবস্থাপনা পরিচাল, মা জেনারেল এন্ড অর্থোপেডিক্স হাসপাতাল জেলখানার মোড় নরসিংদী।আলোচক বৃন্দ বিভিন্ন রোগব্যাধির বিষয়ে নিয়ে মূল্যবান আলোচনা করেন।উক্ত সভায় এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সাধারণ লোকজন। হাসপাতালটিতে দীর্ঘদিন যাবত সুনামের সহিত চিকিৎসা সেবা দিয়ে আসছে বলে জানা যায়।

Daily Frontier News