বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধিঃ-
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে নবীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২ জুন) বৃহস্পতিবার সকাল ১১ টার সময় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, নবীগঞ্জ থানার এস,আই জাহাঙ্গীর আলম সহ হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ, মিডওয়াইফ সহ সিনিয়র নার্স আরো অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা, (এম,টি ইপিআই) গীতা পাঠ করেন, স্বাস্থ্য সহকারী অঞ্জন বিজয় দায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত উক্ত ক্যাম্পেইন চলবে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধের স্বার্থে ইপিআই কেন্দ্রসমূহে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা মেনে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে সঠিক নিয়মে শিশুদেরকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি পুষ্টি বিষয়ক স্বাস্থ্য বার্তা সমূহের ব্যাপক প্রচারণার নির্দেশনা প্রদান করে ক্যাম্পেইন সফল করতে উপজেলার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics