এস এ আখঞ্জী তাহিরপুর:-
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম এর উদ্যোগে, তাহিরপুর উপজেলার বন্যার দুর্গত, দুঃস্থ অসহায় মানুষকে ‘ফ্রি, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করা হয়।
আজ ২৮ মে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে
‘ফ্রি’ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৭৫০জন অসুস্থ মানুষকে সেবাসহ ঔষধ বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
এসময় সেবা প্রদানের কর্মযজ্ঞে নিয়োজিত ছিলেন, ডা. আয়েশা আরওয়া (MO), MBBS, BCS (Health), ডা. শাফিকুল ইসলাম (RMO), MBBS, BCS (Health), সুনামগঞ্জ পুলিশ হাসপাতালের অফিসার ডাঃ মিজানুর হাসান, মোহাম্মদ পাপন মিঞা, Senior staff NURSE, তুষার দাস, Senior Staff NURSE. ।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর-জামালগঞ্জ থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার সার্কেল সাহিদুর রহমান, পুলিশ হাসপাতালের পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন,
সার্বিক সহযোগীতায় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার মুরাদ প্রমুখ ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics