মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।
খুলনার ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্হা কেয়ার বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রজেক্টের উদ্যোগে এবং উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সহযোগীতায় স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বিনামূল্যে কোভিড-১৯ এর অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৬ মে) দিনব্যাপি ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২৭৫ জন ছাত্রীর অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্হিত স্কুলের প্রধান শিক্ষক সালমা রহমান,উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের এসটি ইপিআই মোঃ শাহ আলম,স্বাস্হ্য পরিদর্শক মোঃ আব্দুস ছালাম মোল্যা, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার রেজাউন আহম্মেদ,ইউএফ সেবা তারিন,উজ্জ্বল কুমার মন্ডল ও পারভীন আক্তার প্রমূখ। কার্যক্রমের বিষয়ে প্রজেক্ট অফিসার রেজাউন আহম্মেদ জানান,সরকারি সিদ্ধান্তে ইতোমধ্যে দেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন দেয়া হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন না করে ভ্যাকসিন গ্রহন করলেও তাদের টীকা সনদ পেতে ভোগান্তী পোহাতে হচ্ছে। তাদের কথা চিন্তা করে আমারা আমাদের প্রকল্পের উদ্যোগে ওই সকল শিক্ষার্থীদের জন্যে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্হা নিয়েছি। যা পর্যায় ক্রমে ডুমুরিয়া উপজেলার সকল বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics