মীর আমান মিয়া লুমান, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে বন্যা কবলিত এলাকার মানুষের চিকিৎসা সহায়তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল টিম। মঙ্গলবার (১২ জুলাই ) সকাল থেকে শহরের কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাামনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সিলেট সেনানিবাসের পক্ষে এবং ৭৫ ফিল্ড এম্বুলেন্সের সার্বিক তত্ত্বাবধানে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী এ চিকিৎসা কেন্দ্র থেকে প্রায় ৫ শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। সিলেট সেনানিবাসের ৭৫ ফিল্ড এম্বুলেন্সের ডা. মেজর তারেককের নেতৃত্বে একদল চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় সিলেট সেনানিবাসের ৭৫ ফিল্ড এম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাছুম (এমসি) চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন ও রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। ডা. মেজর তারেক জানান, চিকিৎসা কেন্দ্রে পানিবাহিত রোগ ডায়রিয়া, ফাংগাল ইনফেকশন-স্কিন ডিজিজ ও সর্দি-জ্বর রোগীর সংখ্যা বেশী।##
Copyright © 2022 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics