Daily Frontier News
Daily Frontier News

ভালোবাসার মাঝি তুমি কই

 

— শারমিন সুলতানা মিতু ।

কৃষ্ণচূড়ায় ডালে ডালে

ফুল ফুটেছে ঐ

সে এখন কোথায় আছে

পালিয়ে গেছে কই ?

হঠাৎ আসে যায়

জানি না সে কোথায়

মাঝে মাঝে তাকে দেখি

স্বপ্ন পুরির মেলায় ।

তাকে ছাড়া জীবন আমার

অথৈ অন্ধকার

তাকে নিয়ে গড়বো

আমি ছোট্ট সংসার

বলনা ভাই বলনা ভাই

আমি করেছি কী ভুল

তাকে ভালোবেসে

আমি হারিয়েছি দুকূল ৷

<

Daily Frontier News