বিজয়নগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ঃ-
বিজয়নগর উপজেলার স্থপতি বিজয়নগর উপজেলার উন্নয়নের ধারক-বাহক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি নিকট বিজয়নগর উপজেলা শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারের আজীবন সদস্য পএ তুলে দেন শহীদ ধীরেন্দ্র নাথ দও ও ভূপেষ চৌধুরী গন পাঠাগারের সভাপতি মৃণাল চৌধুরী লিটন সদশ্য পএ তুলে দেওয়ার সময় উপস্হিত বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইস ইরফান উদ্দীন আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহানব্রাহ্মণবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদর উপজেলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ এইসব মাহবুব পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুলউপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক ফকির যুব বিষয়ক সম্পাদক আলমগীর কবীর বিজয়নগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী রাসেল খান যুগ্মসাধারণ সম্পাদক কাউসার মিয়া ওকবি রউফ সহ অনেকেই উপস্হিত ছিলেন এ সময় তিনি বলেন
শতাব্দী থেকে শতাব্দী ধরে মানুষের সব জ্ঞান জমা হয়ে রয়েছে বইয়ের ভেতরে। অন্তহীন জ্ঞানের উৎস হলো বই, আর সেই বইয়ের আবাসস্থল হলো পাঠাগার।
শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না। পাঠ্য বিষয়ের সঙ্গে সঙ্গে তাদের বহির্জগতের জ্ঞানভাণ্ডার থেকে জ্ঞান আহরণেরও চেষ্টা করতে হবে।
মানুষের বই পড়ার আগ্রহ থেকেই গ্রন্থাগারের উৎপত্তি। গ্রন্থাগার একটি জাতির বিকাশ ও উন্নতির মানদণ্ড। পাঠাগার মানুষের বয়স, রুচি ও চাহিদা অনুযায়ী বই সরবরাহ করে থাকে। গ্রন্থাগারের মাধ্যমে মানুষের মধ্যে গড়ে ওঠে সংহতি, যা দেশ গড়া কিংবা রক্ষার কাজে অমূল্য অবদান। চিন্তাশীল মানুষের কাছে গ্রন্থাগারের উপযোগিতা অনেক বেশি। গ্রন্থাগার জ্ঞান আহরণের সহজ মাধ্যম। আমাদের মতো উন্নয়নশীল দেশে গ্রন্থাগারের উপযোগিতা উন্নত দেশগুলোর চেয়ে অনেক বেশি।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics