Daily Frontier News
Daily Frontier News

কবিতা “অগ্নিকাণ্ড”

 

মোঃ ফয়সাল আহমেদ (শান্ত)

অগ্নিকাণ্ড! নামটি শুনেই বুকটা কেঁপে উঠে
না জানি সে প্রতিদিন কত প্রাণ লুটে ।
বিশ্বের তরে অগ্নিকাণ্ড আতংকের এক নাম
তাঁহার কাছে নেই যে কোন জীবনের দাম।
প্রতিদিনি কোথাও না কোথাও পুড়াইছে মানুষ
পুড়াইছে আবার কত শত ঘরবাড়ী,
কত মায়ের বুক করছে খালি
পুড়িয়ে কলকারখানা আর ফেক্টোরি ।
কেউ কেউ কাতরাচ্ছে পুড়া নিয়ে গায়ে
কারো কারো স্বপ্ন হচ্ছে বিলীন পুড়া ছাই এ।
পত্রিকাটা খুললে পরে দেখতে পাওয়া যায়
কত অসহায় পরিবারের স্বপ্ন পুড়ে হচ্ছে ছাই।
আতংক সে ভয়াবহ নাই তার সময় সিমা
হঠাৎ করে জ্বলে ওঠে এই অগ্নি নামক বোমা।
মানে না সে ধনী গরীব দেখেনা সে অসহায়
যেখানেই সে জ্বলে ওঠে পুড়ে করে ছাই।
গ্ৰাম গঞ্জে হাট বাজারে আছে তার ভয়
শহরেতে ঘটলে শত পরিবার অসহায় হয়।
সরকার তার দেশ কে রক্ষা করতে
ফায়ার সার্ভিস করেছেন মোতায়েন,
তাও তো সে মানছে না যে
তার ইচ্ছা মত পুড়িয়ে চলেছে দিন দিন।
তার দহনে পুড়ছে শিশু কিশোর কিশোরী
শত শ্রমিক হচ্ছে ছাই পুড়ে ফেক্টোরি।
তাহার জন্ম জ্বালানিতে একটু খানি ভুলে
আরো আছে ঘটে তা বিদ্যুৎ আর কেমিক্যালে।
তাই যেন মোরা সবাই সাবধান থাকি
যদিও তাহা ছাড়া মোদের জীবন নাহি চলে।।

রচিত তারিখ ০৫/০৬/২০২২ইং
প্রেরক রবিউল ইসলাম নালিতাবাড়ী প্রতিনিধি

Daily Frontier News