পাবনা ঈশ্বরদী মোঃ রাকিব বিশ্বাস
দীর্ঘ অপেক্ষার পর গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহী অভিমুখী২৬০ কিঃমিঃ রেললাইনে(১৯) টি স্টেশনে আন্তঃনগর স্টপেজে একটিমাত্র ট্রেন টুংগীপাড়া এক্সপ্রেস সেই ট্রেনটির চালানো হয় অতি পুরাতন রেক দিয়ে।এখানে বলা যায় দক্ষিণ অঞ্চলের সাথে উত্তরাঞ্চলের একটিমাত্র ট্রেন তাহলে টুংগীপাড়া এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন হাজার হাজার যাত্রী দক্ষিণ অঞ্চল থেকে উত্তরাঞ্চলের উভয় অঞ্চলে যাতায়াত করে কিন্তু যাত্রীদের চাহিদা অনুযায়ী আসনসংখ্যা না থাকায় বিভিন্নভাবে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থান যে মানুষটি জন্ম না হলে হয়তো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারত না সেখানেশুধুমাত্র একটি ট্রেন চলাচল করে তাও আবার অতি পুরাতন রেক দিয়ে। এবং মাত্র ৬ টা বগি দিয়ে।আমরা অচিরেই রেল প্রশাসনের কাছে দাবী করি।গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে সমগ্র বাংলাদেশের সাথে রেল যোগাযোগ স্থাপন করা এবং আধুনিক ট্রেন দিয়ে পরিচালনা করা। দক্ষিণাঞ্চলের মানুষের দাবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি থেকে সমগ্র বাংলাদেশের সাথে রেল যোগাযোগ স্থাপন করা হোক।এখানে উল্লেখ্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন ও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নির্দেশেই কালুখালী থেকে গোপালগঞ্জের গোবরা পর্যন্ত ১১৫ কিঃমিঃ নতুন রেললাইন সংস্কার ও স্থাপন করা হয় । কিন্তু এ অঞ্চলের মানুষ এখনো যাত্রী সেবা থেকে বঞ্চিত ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics