Daily Frontier News
Daily Frontier News

সংহতির পক্ষ থেকে বানভাসিদের মাঝে সেলাই মেশিন বিতরণ

 

 

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ প্রতিনিধি::

 

 

ভাবনা গুলো স্বতন্ত্র, অনানুষ্ঠানিক গল্প কথায় ভাবনা গুলো মিলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চার বন্ধু অন্যের জন্যে বাঁচো শিরোনাম কে ধারণ করেই ২০২১ সালের ১ জানুয়ারি গড়ে তোলেন সংহতি সংগঠন।

উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ সালেহ মাহমুদ, টুগেদার ক্রিয়েশন সত্ত্বাধিকারী তাহমিনা সুলতানা, ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মালয়েশিয়ার শিক্ষক সোহেলা মুশতারী ও উন্নয়ন কর্মী ওসমান গনি। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই সংহতির মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের আলমপুর গ্রামের চার জন অসহায় দরিদ্র মহিলাকে একটি করে সেলাই মেশিন বিতরণ করেন।

সুনামগঞ্জ শহরের চাইল্ড হ্যাভেন কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আজিজুল হক মাসুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, দারুল হুদা দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ মজিবুর রহমান, জমিরুল হক প্রমুখ।

পরে অতিথিগণ সেলাই মেশিন গুলো গ্রহীতাদের হাতে তুলে দেন।

Daily Frontier News