Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ১৫০ বোতল স্কপ সিরাপ সহ ১ জন আসামী আটক

 

 

আব্দুর রাজ্জাক সরাইল ব্রাহ্মণবাড়িয়াঃ-

 

.    রোজ মঙ্গলবার  ১৪ই অক্টোবর ২০২৫খ্রিঃ রাত ১.২০ ঘটিকায় বিজয়নগর থানার এসআই (নিঃ) পংকজ দাস সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযানে ডিউটি করা কালে তথ্য  উপাত্তের  ভিত্তিতে বিজয়নগর থানাধীন ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া তালগাছ মুড়া ব্রিজের উপর হইতে আসামী (১) মোঃ কুদ্দুস মিয়া (৩০), পিতা-মিয়া চাঁন, সাং-কালাছড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া কে (৭০+৮০)=১৫০ বোতল স্কপ সিরাপ সহ গ্রেফতার করে।

.     ১নং আসামী কে গ্রেফতারের প্রাক্কালে ২ নং আসামী মোঃ রনি ভূঁইয়া (২৭), পিতা-মোঃ হামদু ভূঁইয়া, সাং-কালাছড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ঘটনাস্থল হইতে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

.    পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত বর্ণিত আলামত ১৪ই অক্টোবর ২০২৫খ্রিঃ রাত ০২.২০ ঘটিকায় তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয়ে ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজয়নগর থানার ,এফআইআর নং-২৩, তারিখ-১৪ অক্টোবর, ২০২৫; জি আর নং-৪৩২, তারিখ-১৪ অক্টোবর, ২০২৫; ধারা-৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।

.     এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম, ডেইলি ফ্রন্টিয়ার.নিউজ মিডিয়া প্রতিনিধি কে জানান, বিজয়নগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদকবিরোধী অভিযানের অংশবিশেষ।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে । আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি। আসামী কে কোর্ট হাজতে সপোর্দ করা হয়েছে ।

 

Daily Frontier News