Daily Frontier News
Daily Frontier News

চুনারুঘাট থানার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি :

২৮ রমজান চুনারুঘাট থানার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অফিসার ইনচার্জ আলী আশরাফের সভাপতিত্বে ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফার সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সহকারী কমিশনার ভূমি মিলন চন্দ্র পাল, অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আশরাফ, সহ চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। পুলিশ সুপার এস এম মুরাদ আলি তার সংক্ষিপ্ত বক্তব্য দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং আসন্ন ঈদ উপলক্ষে হবিগঞ্জের আইন-শৃঙ্খলার স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বলেন ঈদ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের আইন শৃংখলার প্রতি বিশেষ নজরদারি রয়েছে। যেকোনো ধরনের অপরাধ সংঘটিত হলে পুলিশকে খবর দিলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি বক্তব্যে বলেন।

Daily Frontier News