Daily Frontier News
Daily Frontier News

৯ নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রত্যাশা ও প্রাপ্তির একবছর

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একক।তৃণমূলের সাথে যুক্ত এই শাখাটির জবাবদিহিতা জনগণের কাছে থাকাটাই নীতি।কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে, জনগণের প্রত্যাক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনাব ওমর ফারুক চেয়ারম্যান ইউনিয়নবাসীকে দাওয়াত দিয়ে জনতার প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা করার সৎ সাহস দেখিয়েছেন।।

ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাবৃন্দ এবং ইউনিয়নের যেসব সূর্যসন্তান মৃত্যুবরণ করেছেন তাদের সম্মাননা প্রদান এই আয়োজনকে আরোও সমৃদ্ধশালী করেছে।
আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান,ডকুমেন্টরি প্রদর্শন এবং সব ছাড়িয়ে সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পীদের গানের তালে ইউনিয়নবাসীর উৎযাপন সফলতা এনে দিয়েছে এই আয়োজনকে।

একজন জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির জন্য মূল অতিথি হলো সেই মানুষগুলো যাদের ভোটে তিনি নির্বাচিত। তাই দিনটিও তাদের জন্য ছিল।যারা উপস্থিত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা,সর্বদলিয় এই আয়োজনে যারা উপস্থিত হতে পারেন নি তাদেরকেও ধন্যবাদ।রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই তেমনি ক্ষমতা আর চেয়ার সবচেয়ে বেশি ক্ষনস্থায়ী! মানুষ চলে যায় থেকে যায় শুধু কর্ম আর স্মৃতি…

Daily Frontier News