এস এ আখঞ্জীতাহিরপুর:-
হাওর বেষ্টিত, যোগাযোগ বিচ্ছিন্ন জনপদ, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে,দু কূলের মিলন ঘটাতে, ৪৩কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয় নির্মাণাধীন ৪৫০ মিটার লম্বা সেতুর কাজ চলমান । সরজমিনে কাজের গুণগত মান পরিদর্শন করেন- সুনামগঞ্জ ১ আসনের স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
শনিবার (২৮মে) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ডাম্পের বাজার থেকে বালিয়াঘাট বিজিবির ক্যাম্প সংলগ্ন ওপার দিয়ে বয়ে যাওয়া নদীর উপরে নির্মাণ হচ্ছে,জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নের সেতু। এই সেতুবন্ধনের কাজ পরিদর্শন করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আলফাজ উদ্দিন খন্দকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রিপন,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাহাদ হায়দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর আহমেদ, বাগলী কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মনির মিয়া, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান প্রমুখ।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের নয়ন মনি উন্নয়নের রূপক দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে,তিনি বলেন আমাদের হাওরাঞ্চলের জনগণের মানুষের প্রতি বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, এই অঞ্চলের প্রতিটি ঘর আজ বিদ্যুতের আলোতে আলোকিত। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ডাম্পের বাজার সেতু সহ নির্মাণাধীন,এছাড়াও এ অঞ্চলের মানুষের যোগাযোগের উন্নয়নে বিভিন্ন স্থানে সেতু রাস্তাট হয়েছে ও নির্মাণ কাজ চলছে। উনি আর বলেন অচিরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ হতে নেত্রকোনা উড়াল সেতুর কাজ উদ্বোধন করবেন।
পরিদর্শন শেষে তিনি উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া এলাকায় প্রায় ২কোটি ১০লক্ষ ৭৬হাজার টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এরপর তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের কার্যালয়ে,কয়লা আমদানি কারক ব্যবসায়ীদের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics