Daily Frontier News
Daily Frontier News

৩কেজি গাঁজা সহ ২জনকে আটক করেছে চুনারুঘাট পুলিশ।

 

আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি :

১৪মে রাত ১১পরে ৩ কেজি গাঁজা সহ দুইজন গ্রেফতার করেছে চুনারুঘাট পুলিশ। জানা যায় আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দর গ্রামের কালামের মোদির দোকানের সামন থেকে এসআই প্রিতুষের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করে।
আটককৃতরা হলো নুরুল ইসলাম পিতা রাজ্জাক গ্রাম বাদে উলয়া বাহুবল, মজিদ মিয়া পিতা রহমত আলী গ্রাম ইজ্জত পুর বাহুবল হবিগঞ্জ।পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

Daily Frontier News