আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ-
. জেলা হবিগঞ্জ চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ রজব আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক রজব আলী উপজেলার বাঘারুক গ্রামের মৃত ইয়াকুব উল্লার ছেলে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাতে এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলী আশরাফ জানান, (১৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ ৩ নং দেওরগাছ ইউনিয়ন এর অন্তর্গত বাঘারুক এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রজব আলীকে গ্রেফতার করেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics