মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের কারনে রোগী সামাল দিতে হিমশীম খেতে হচ্ছে ডাক্তারদের।হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও এখানে ১০০ জনের ও অধিক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে।শয্যা কম হওয়ায় বারান্দা আর ফ্লোরেও সংকুলান হচ্ছে না।সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা গেছে শয্যা সংকটের কারনে অনেককেই বারান্দা আর মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।দ্বিগুন রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের অধিক পরিশ্রম করে ও হিমশীম খেতে হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষ আর স্থানীয় সুত্রে জানা গেছে,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় নাসিরনগর হাসপাতালে যোগদানের পর থেকেই উন্নয়নের ছোঁয়া লাগে অত্র হাসপাতালটিতে। হাসপাতারে চিকিৎসা সেবার মান আর ডাক্তারদের অমায়িক ব্যবহার ভাল হওয়ায়,পার্শবর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর, লাখাই,কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, ও সরাইল উপজেলা থেকে ও অনেক রোগীরা এখানে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে অত্র হাসপাতালে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় বলেন,আপনার জানেন যে,নাসিরনগর একটি হাওড় অঞ্চল ও অবহেলিত এলাকা।আমাদের প্রতিদিন ৫০ জনের জায়গা ১০৫ বা ১০৮ জনরোগীকে হাসপাতালে রেখে সেবা দিতে হচ্ছে।তিনি বলেন হাসপাতালটি ১০০ শয্যায় উন্নিত করা হলে আমারা পর্যাপ্তপরিমান সেবা দিতে পারবো।তিনি বলেন আমাদের নাসিরনগরের মাননীয় সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি মহোদয় হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নিত করার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন।হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নিত করার জন্য সরকারের কাছে জোরদাবী জানিয়েছেন এলাকাবাসী। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলাম বলেন বর্তমানে শিশুদের শীতকালীন নিউমোনিয়া,ডায়রিয়া,আর বড়দের মাঝে শ্বাসকষ্ট ও ডেঙ্গু রোগীর সংখ্যাই বেশী।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics