নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।
১৬ই সেপ্টেম্বর ২০২২ ইং রোজ শুক্রবার বিকেলে বালুরমাঠে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০ টি পরিবারের মাঝে প্রতিবন্ধী ঐক্য সমাজের উদ্যোগে ত্রান বিতরণ করা হয়,এসময় অসচ্ছল প্রতিবন্ধীদের একাংশ উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী ঐক্য সমাজের সভাপতি মোঃ আল মাহমুদ হোসেন বলেন সরকারের পাশাপাশি সমাজে অনেক বিত্তবান রয়েছেন কিন্তু আগুন লেগে এতগুলো পরিবার আজ অসহায় তাদের পার্শে কেউ তেমন সাহায্য নিয়ে আসেনাই তিনি আরও বলেন আমরা সমাজের বোঝা নয় আমরা এ দেশের-ই সন্তান, আমরা ভিক্ষা করতে চাই না আমরা কাজ করে খেতেচাই,রাজধানীতে ব্যাটারীচালিত অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে একটু খেয়ে-পরে থাকতে চাই কিন্তু রাস্তায় অটোরিকশা নিয়ে নামলে পুলিশি হয়রানির শিকার হতে হয় তিনি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর অনুরোধ করেন। জনাব আল মাহমুদ সমাজের বিত্তবানদের প
লক্ষ করে আরও বলেন আজ হাজারীবাগে অগ্নিকান্ডে প্রায় ৪০ টি পরিবারের মাঝে একটু ত্রান সহায়তায় আমি যেমন এগিয়ে আসতে পেরেছি আপনারাও আমার মত পার্শে থেকে সহায়তা প্রদান করেন।এতে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমানিক,মোঃ মোশাররফ হোসেন, আল-আমিন,সহ সকল নেতৃবৃন্দ। গত ৩১ শে আগষ্ট সন্ধ্যা ৬ ঘটিকায় হাজারীবাগ বটতলা বালুরমাঠে বস্তিতে আগুন লাগে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics