Daily Frontier News
Daily Frontier News

হবিগঞ্জের নবীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত নিয়ে প্রেস ব্রিফিং

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ-

 

হবিগঞ্জের নবীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন। গতকা বুধবার (২০ জুলাই) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসিল্যান্ড উত্তম কুমার দাস, সার্ভেয়ার হাবিবুর রহমান সহ স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, আগামি ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপকার ভোগীদের নিকট জমি সহ ঘর উদ্বোধন করবেন।

এদিন, নবীগঞ্জ উপজেলার আলমপুর ৪৬টা (জয় বাংলা পল্লী), বৈঠাখাল ৪টি (মুজিব স্বপ্ন লোক) সহ মোট ৫০টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

Daily Frontier News