বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ-
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোঁগাও গ্রামে প্রতিপক্ষের একতরফা নির্মম হামলায় গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৬দিন পর সিলেটের নুরজাহান প্রাইভেট হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে সকাল সাড়ে ৯টার দিকে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান তরুণ ব্যবসায়ী মোঃ জাহান মিয়া (২০)৷ তার মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও আত্মীয় স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
এদিকে, এ নির্মম হত্যাকান্ডের ঘটনায় এখনো ধরা পড়েনি খুনীরা! অভিযোগ নিহতের পরিবারের৷ এ নিয়ে এখনো নিহতের পরিবারে চলছে শোকের মাতম৷
মামলার এজাহারে জানাযায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোঁগাও গ্রামের কৃষক আব্দুল কাইয়ুমের সাথে একই গ্রামের আব্দুল জব্বার গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল৷ এরই জের ধরে গত ৩০ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে আব্দুল জব্বারের নির্দেশে তার দলবল নিয়ে অস্ত্র শস্ত্র সহকারে একতরফা হামলা চালায় আব্দুল কাইয়ুমের ভাই আব্দুল ওয়াহিদের উপর। তাকে হত্যার উদ্দেশ্য। এসময় তার চিৎকারে তাকে বাঁচাতে এগিয়ে আসেন, তার ছেলে মোঃ জাহান মিয়া, জাহান তার পিতাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করলে হামলাকারী সিরাজ মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জাহানের মাথায় বেপরোয়া ভাবে কুপিয়ে ক্ষত- বিক্ষত করে। এতে সে মাথাটি তেতলে যায়৷ সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠিয়াল বাহিনীর তান্ডবে আহত হন আরো ৪ জন৷ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের অবস্থার অবনতি দেখে জাহান ও তার পিতা আব্দুল ওয়াহিদকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷ অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে৷ অপরদিকে ওসমানীতে চিকিৎসাধীন জাহানের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে আইসিওতে স্থানান্তর করার পরামর্শ দিলে তড়িৎ পদক্ষেপে তাকে সিলেটের নুরজাহান প্রাইভেট হসপিটালের আইসিওতে ভর্তি করা হয়। এতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে মারা যায় জাহান মিয়া৷ এ ঘটনার পরপরই গত ৩ মে নবীগঞ্জ থানায় নিহতের চাচা আব্দুল কাইয়ূম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন৷
এ হত্যাকান্ডের দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে না পারায় নবীগঞ্জ থানা পুলিশকে নিয়ে উপজেলা জুড়ে চলছে চুলছেড়া বিশ্লেষন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ এর সাথে করা হলে তিনি বলেন, প্রথমে আহতের ঘটনায় গত ৩ মে একটি মামলা হয়। পরবর্তীতে জাহান মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে৷ তবে, আসামীরা এখনো পলাতক রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধী যেই হোক তাদেরকে অচিরেই গ্রেফতার পূর্বক কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে৷
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics