Daily Frontier News
Daily Frontier News

হতদরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ এরশাদ

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে গরিব-অসহায় মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ এরশাদের নিজ অর্থায়নে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮জুলাই) সকালে হোসাইন মোহাম্মদ এরশাদের নিজ বাসভবনে প্রধান অতিথি হিসেবে তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাজ্বী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০০ হতদরিদ্রদের মাঝে এসব শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার।

এসময় বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজের সাধ্যানুযায়ী এভাবে গরিব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন, তাহলে অনেকেই স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারবেন। এ সময় সমাজের বিত্তবানসহ অন্যান্য লোকদের সাধ্যানুযায়ী এসব গরিব-অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Daily Frontier News