তেজগাঁও কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬ ও ২০১৭ ইং শিক্ষা বর্ষের শিক্ষার্থী মোঃ শাহীন আলম (২৩)
শিশুকালে টাইফেট জ্বরে আক্রান্ত হয়ে তাঁর দুই পা বাকাঁ হয়ে যায় ।
গত ২৭/০৫ /২০২১ ইং তারিখে মোহাম্মদপুর লালমাটিয়া বারী ইলিজারভ অর্থোপেডিক সেন্টার হাসপাতালে তাঁর দুই পায়ের অপারেশন করানো হয়।
শাহীন আলমের দুই পায়ে মোট ছয়টি অপারেশন করানো হয় অপারেশন গুলোতে ১৪ লক্ষ্য টাকা খরচ হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। আর একটি অপারেশন করলে শাহীন আলম সুস্থ হতে পারে বলে তাঁর পরিবারকে জানিয়েছে চিকিৎসকরা । এজন্য ৪লক্ষ টাকা প্রয়োজন । কিন্তু তাঁর পরিবারের পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। ফলে সমাজের তাঁরা দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। চিকিৎসায় সহায়তা দিতে ০১৯৩২৭১৪১৩১যোগাযোগ অথবা ০১৬২৩২৬৬৮৪০ বিকাশ করতে বলা হয়েছে।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics