Daily Frontier News
Daily Frontier News

সুনামগঞ্জে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত ::

 

 

সিলেট প্রতিনিধি, সুনামগঞ্জ থেকে ফিরে৷

 

সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী
যুক্তরাজ্য বিএনপি’র তিনবারের সফল সাধারণ সম্পাদক, কয়ছর এম আহমদের সুনামগঞ্জের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ০২ ঘটিকার সময় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সহ সভাপতি লুৎফুর এর এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা আনছার উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সুহেল মিয়া, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ ফরিদ আহমদ,
উপস্তিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক রনজিত সূত্রদর, যুগ্ন আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদস্য তুরন খান, সিরাজুল আলম, শহিদুল ইসলাম মুন্সী, সালিক আহমদ, সিব্বির আহমদ, মনসুর আলম,
উপস্তিত ছিলেন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম বক্স, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, উপস্থিত ছিলেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরমান উদ্দিন, যুগ্ন আহ্বায়ক জুনেদ আহমদ ফয়সাল, আরও উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সর্বস্তরের নেতৃবৃন্দ এই প্রতিহিংসা মূলক অগ্নিকান্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত এই কর্মকান্ডে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

Daily Frontier News