Daily Frontier News
Daily Frontier News

সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসির বদলি, জনমনে ক্ষোভ

 

 

মীর আমান মিয়া লুমান, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:-

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানকে বদলি ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। ছাতকবাসীকে দালালমুক্ত, মদ, গাজা, চোরাচালান পরিবেশমুক্ত করতে চেয়েছেন ওসি। অবশেষে স্থানীয় প্রভাবশালী দালাল চত্রু ও মাদক কারবারির রোষানলে পড়েন ওসি। ওসি মাহবুবুর রহমান বদলির আদেশে আসার আগেই উপজেলা যেন আবার ও অপরাধীরা মাথা নাড়া দিয়ে উঠছে।

জানাযায়, ওসি মাহবুবুর রহমান চলতি বছরের ১৯ জানুয়ারিতে সিলেটের বিভাগের পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ছাতক থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর থানার চিত্র পাল্টে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে ব্যাপক উন্নতি ঘটতে থাকে। হয়রানিমুলক মিথ্যা মামলার সংখ্যা থানায় কমতে শুরু করেন। পুলিশের কঠোর নজরদারিতে কমতে থাকে মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই ও দস্যুতার মতো ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত র্দুর্ধষ ১৬ জন আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। গতবছর ও চলতি বছরের ১০ মাসের অপরাধ পরিসংখ্যান যাচাই করে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ। হঠাৎ করে ওসি বদলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।
ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া জানান, ওসি বদলির ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গ্রামের সহজ সরল সাধারণ মানুষ। তিনি শত শত মানুষের উপকার করেছেন, থানায় মামলা না করিয়ে কতো পরিবারকে হয়রানি মুলক মামলা থেকে রক্ষা করেন।
বারকি শ্রমিক মিজানুর রহমান জানান, অবৈধভাবে বালু পাথর উত্তোলনকারী ব্যবসায়ীরা ওসি মাহবুব রহমানের নাম শুনতে পারতো না। কারণ, তিনি থানার ওসি থাকার সুবাদে অবৈধ ইনকাম বন্ধ করে দেন। বর্তমানে ছাতক থানা দালাল মুক্ত হওয়ায় স্থানীয়রা আইনি সেবা পেতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করেছিল। ওসির সেই ভালো কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় প্রভাবশালী স্বার্থন্বেষী একটি মহল।
থানার অপরাধ পরিসংখ্যান তথ্যানুযায়ী জানাগেছে, ২০২১ সালের জানুয়ারি হতে নভেম্বর পর্যন্ত বিভিন্ন মামলা সংখ্যা ৩৩৫টি, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরে মামলা ১৮২টি, প্রায় দেড় মাস অবশিষ্ট থাকার পরও মামলা কমেছে ১৫৩টি, এজাহারে নেই গণধর্ষণ, নেই ডাকাতি মামলা।
ছাতক সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ওসি বদলি হলে সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এদিকে চলতি বছরের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে অভিন্ন মানদণ্ডে পঞ্চম বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সম্মাননা পেয়েছে। চলিত বছরের স্মরনকালে ভয়াবহ প্রলয়ংকারী বন্যায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে নিজের হাতে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরন করেন বিভিন্ন গ্রামে ওসি মাহবুবুর রহমান। তিনি এসব ভালো ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম সেবা পদকে ভূষিত করার জন্য গত ৮নভেম্বর‘২২ রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেট হতে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা বরাবরে আবেদন করা হয়। ছাতক থানা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যেকোনো তুলনায় অত্যন্ত ভালো রয়েছে।
উপজেলার প্রবীণ শিক্ষিত, প্রগতিশীল ও সুশীল সমাজের লোকজনের সাথে আলোচনাকালে তারা সত্যতা স্বীকার করে বলেন ওসি মাহবুবুর রহমান থানায় যোগদানের পর কেউ মিথ্যা মামলা রুজু করতে পারেনি। কমেছে স্বার্থন্বেষী ব্যক্তিদের দৌরাত্ম্য, ভাঙ্গছে মাদক কারবারিদের সিন্ডিকেট। সেই সঙ্গে কমেছে নৌ পথে চাঁদাবাজি দাঙ্গা, মারামারি। হাজার কোটি টাকার হাদা টিলা রক্ষা করেন ওসি। বন্ধ হচ্ছে অবৈধ বালু পাথর উত্তোলন। মামলার রুজুর বিষয়ে কঠোর যাচাই-বাছাইর কারণে ইদানিং মিথ্যা মামলা থেকেও রেহাই পাচ্ছেন স্থানীয় জনসাধারণ। পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতই বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা-পর্যালোচনা কারণে এখন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করে বড় রকমের দাঙ্গা-হাঙ্গামার ঘটনাও কমেছে। সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের থানা এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা রুজুসহ সার্বিক বিবেচনায় ৫ম বারের মতো জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্বাচিত করেন।

এব্যাপরে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ জানান, ওসি বদলির কাগজ এখনো তার হাতে আসেনি। তা ছাড়া সরকারি চাকরিতে বদলি একটা প্রচলিত নিয়ম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ভালো বুঝবেন সেটাই করবে।##

Daily Frontier News