Daily Frontier News
Daily Frontier News

সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন”

 

 

বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক নির্বাচন। সিলেট-সুনামগঞ্জ-মৌলভীবাজার ও হবিগঞ্জের সাংবাদিকদের নিয়ে গঠিত সিলেট বিভাগীয় প্রেসক্লাব। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর অদ্য ১৯ অক্টোবর ২০২২ইং তারিখে (২০২২-২০২৫) ইং সনের ত্রি-বার্ষিক এ নির্বাচন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের গার্ডেন টাওয়ার নীচ তলার কার্যালয়ে সকাল ৯.০০ ঘটিকা থেকে ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শুরু হয়ে বিকাল ৩.০০ ঘটিকায় ভোট প্রদান সম্পন্ন হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক তথ্য অফিস সিলেট (পিআইডি)র সহকারী অফিসার মোঃ মাসুদ পারভেজ এবং সহকারী হিসেবে ছিলেন তানভির আহমেদ সিদ্দিকী।

অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ খায়রুল আলম সুমন, সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অপরাধ অনুসন্ধানী জাতীয় দৈনিক প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ ও আদালত বিষয়ক জাতীয় দৈনিক স্বাধীন পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি এম. আব্দুল করিম, সহ-সভাপতি হলেন দৈনিক নব জাগরণ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ অপু দাস, সহ-সাধারন সম্পাদক দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ সৈয়দ মুহিবুর রহমান মিছলু। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- অর্থ সম্পাদক মোঃ সবুজ মিয়া, প্রচার সম্পাদক মোঃ ফারুক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম, সাহিত্য বিষয়ক সম্পাদক ওলিউর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক রিমন আহমদ, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান নাহিদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খান, ধর্ম সম্পাদক আব্দুল গফুর রাজু, প্রথম কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হন মোঃ ইউসুফ আলী, রুহেল উদ্দিন, ফয়ছল আহমদ, লয়েছ আহমদ ও শাইস্তা মিয়া।

Daily Frontier News