Daily Frontier News
Daily Frontier News

সাবেক ইউপি সদস্য ডাক্তার আব্দুস সবুর আত্মসাৎ করলেন আপন বড় ভাইয়ের অর্থ-সম্পদ । 

 

(আল আমিন সরদার তালা উপজেলা প্রতিনিধি)

সাতক্ষীরা জেলা তালা উপজেলা পাটলঘাটা থানার নয় নম্বর খলিশখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড কাশিয়াডাঙ্গা সাবেক মেম্বার ডাক্তার আব্দুস সবুর (পিতা-মৃত রাজা উল্লাহ ) আপন বড় ভাইয়ের টাকা আত্মসাৎ করলেন এমন প্রশ্ন সবার মুখে মুখে।

নাম না বলে ব্যক্তি জানান সাবেক ইউপি সদস্য ডাক্তার আব্দুস সবুর পাঁচ বছর মেম্বারি করে দুর্নীতি করে গড়ে তুলেছেন অটল সম্পদ গরিবের সরকারি অনুদান ও ঘর দেওয়ার নামে টাকা নিয়ে করেছেন আত্মসাৎ এবার করলো নিজের বড় ভাইয়ের টাকা আত্মসাৎ।

এ ব্যাপারে ইউপি সদস্যর বড় ভাই জানান সে আমার মায়ের জমি বিক্রি করে দেড় লক্ষ টাকা আত্মসাৎ করলো আমরা কথা বললেই সে বলছে টাকাটা দেওয়া যাবে না কাজে লাগবে আমরা নিরুপায় হয়ে কিছু করতে পারছিনা
এ ব্যাপারে যদি আইনের লোক একটু সহজে করতো তাহলে হয়তো টাকাটা পেতাম।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য ডাক্তার আব্দুস সবুর এর সাথে যোগাযোগ করলেই সাংবাদিক পরিচয় দিলেই সে ফোনটা কেটে দেয়।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি অভিযোগ পেলে সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া হবে।

Daily Frontier News