এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সাদিয়া ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মা ও সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,সন্তান প্রসবের যন্ত্রণা নিয়ে ৩০ এপ্রিল সকালে সাদিয়া ক্লিনিকে ভর্তি হন উপজেলার পুরাতন বারোরশিয়া গ্রামের আবু তাহেরের স্ত্রী মোসাঃ শুকরাণী বেগম (১৮)।
কিন্তু সাদিয়া ক্লিনিকের পরিচালক ও চিকিৎসক ডাক্তার মোঃ শফিউল ইসলাম রোগীকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে অজ্ঞানের ইনজেকশন দেয়। আর অজ্ঞানের ইনজেকশন দেওয়া মাত্র,রোগী সঙ্গে সঙ্গে মারা যান।
মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে সঙ্গে সঙ্গে এ্যাম্বুলেন্স ডেকে মরদেহসহ তার পরিবারকে ক্লিনিক থেকে বের করে দেন। এমনকি বলেন রোগীকে কোন প্রকার ইনজেকশন দেওয়া হয়নি।
বিস্তারিত আসছে আরও চোখ রাখুন পর্ব ২
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics