Daily Frontier News
Daily Frontier News

সাতক্ষীরা পাটকেল ঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান গেল ভ্যান চালকের

 

আল আমিন সরদার সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ-

সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যান চালকের প্রানহানীর খবর পাওয়া গেছে । শনিবার(১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা থানার গরুহাটা রোডে হেলালের মিলের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।

নিহত ভ্যানচালকের নাম আবু তাহের(১৮)। সে চৌগাছা গ্রামের শেখ নাসির উদ্দীন বিলুর ছেলে।

প্রতক্ষদর্শীরা জানায়, সকালে ওই ভ্যানচালক ঘটনাস্থলে তার ইঞ্জিন ভ্যানের উপর মালামাল তুলছিল। এ সময় পিছন দিক থেকে মালবাহী ট্রাক(সাতক্ষীরা ট-১১-০৬৩৪) তার শরীরের উপর দিয়ে গেলে সে পিষ্ট হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে হেলপার সহ ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Daily Frontier News