Daily Frontier News
Daily Frontier News

সাংবাদিক সৈয়দ মনির এর পিতা সৈয়দ নজির আহমদ‘র দাফন সম্পন্ন

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

ফেনী সাংবাদিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের কাগজের সোনাগাজী প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মনির আহমদ এর পিতা সৈয়দ নজির আহমদ আর নেই।

বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন । মৃত্যুকালে তাঁর বয়ষ ছিল ৭৫বছর।

তিনি সোনাগাজী উপজেলার উত্তর ছান্দিয়া গ্রামের সৈয়দ বাড়ীর সৈয়দ মীর আহম্মেদের ছেলে । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও ৬ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।

সাংবাদিক সৈয়দ মনির তাঁর বড় ছেলে।
তাঁর মেজো ছেলে উপজেলা আ.লীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ, ৩য় ছেলে সৈয়দ সাইফুল কাতার প্রবাসি, ৪র্থ ছেলে সৈয়দ জাকেরুল ঢাকায় চাকুরীজীবি, ৫ম ছেলে হাফেজ মাওলানা সৈয়দ নজরুল , ৬ষ্ঠ ছেলে সৈয়দ দাউদুল জামেয়া রশিদিয়ায় দশমে পড়ছেন।
বুধবার বাদ আসর চৌধুরী পুকুর পাড় কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে নামাজে জানাযা শেষে সৈয়দ পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
জানাজা পড়ান মরহুমের ছেলে হাফেজ মাওলানা সৈয়দ নজরুল ইসলাম ।

জানাজায় অংশ নেন, সোনাগাজী পৌরসভার মেয়র এড . রফিকুল ইসলাম খোকন , মুক্তিযোদ্ধালীগের সভাপতি এম এ মজিদ, জেলা আ.লীগের প্রচার সম্পাদক জহিরুল আলম , উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি এড নাছির উদ্দিন বাহার , জেলা পরিষদ সদস্য আবদুর রহিম মানিক, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন , সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইসহাক খোকন , ফখরুদ্দিন , কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঞা , পৌর আ.লীগ সভাপতি ইমাম উদ্দিন পাটোয়ারি , সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, জনপ্রতিনিধি , সাংবাদিকসহ
জানাজায় বিপুল সংখ্যক আত্বীয় , স্বজন মুসুল্লি অংশ গ্রহণ করেন ।

ব্যক্তিগত জীবনে তিনি ওলামা বাজারের ব্যবসায়ী ছিলেন । বাড়ীর দরজায় তাঁর নিজস্ব জমিতে সৈয়দ পাড়া ফোরকানিয়া মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন ।
দাফন শেষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী সাংবাদিক ইউনিয়ন ও সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ ।

Daily Frontier News