দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ প্রতিনিধিঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা, সদর সরাইল ইউনিয়ন কুট্টা পাড়া গ্রামের সেলিম খন্দকার বাজার , ৯ই জুলাই , ২০২২ইং, রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময়, আয়োজনে সেলিম খন্দকার ফাউন্ডেশন সরাইল এর সকল সদস্যবৃন্দ, হোসাইন আহমেদ হাবিবী সভাপতিত্বে,মাওলানা মমিন উদ্দিন ওসমানী সঞ্চালনায়, সেলিম খন্দকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৬০ জন হত দরিদ্রদের মাঝে পাঁচ শত টাকা মুল্যমানের , সেলিম খন্দকার এর স্বীয় উপস্থিতিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
. এ সময় উপস্থিত ছিলেন, তারেক খন্দকার, আলী মিয়া, ধন মিয়া, আবদুল হক, মাখন, এনামুল হক লোকমান, আকবর হোসেন, আপেল। সভাপতি “জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া “ আবদুর রহমান খান (ওমর), সাংবাদিক আলমগীর হোসেন, কামাল পাঠান, সৈয়দ নওশের,গৌতম সাহা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ প্রমূখ ।
. অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতায় স্বাধীন খন্দকার, মীর সোহাগ, মুক্তার হোসেন, ইসহাক, মাজাহারুল ইসলাম, কাজল খন্দকার, জয়, রোমান, আমান উল্লাহ , রমজান খন্দকার সহ অন্যান্যরা ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics