আব্দুর রাজ্জাক সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ-
. রোজ বোধবার ৮ই সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক বিকাল ৩:৪৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ আজমপুর বিওপি’র টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
. উক্ত অভিযানে ১৯৭২ পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫ লক্ষ ৯১ হাজার ৬ শত টাকা।আটককৃত মালিকবিহীন ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস কে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা আছে।
. লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) ডেইলি ফ্রন্টিয়ার. নিউজ মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে,সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান আছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics