Daily Frontier News
Daily Frontier News

“ সরাইল থানা বিশেষ অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার””

 

𝑷𝑶𝑳𝑰𝑪𝑬 𝑴𝑬𝑫𝑰𝑨 𝑪𝑬𝑳𝑳, SARAIL THANA,BRAHMANBARIA
[08 JUN 2022]

দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

জেলা-ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়ের দিকনির্দেশনা পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ শেহাবুর রহমান এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/ মোঃ নূরুল করিম, এএসআই(নিরস্ত্র)/রুবেল আখন সঙ্গীয় ফোর্স সহ  ৮ই জুন ২০২২ইং তারিখ ১২.৩০ ঘটিকার সময় সরাইল থানাধীন নোয়াগাঁও ইউপির বাড়ীউড়া বাজারস্থ যাত্রী চাউনীর সামনে ঢাকা- সিলেট মহাসড়কের উপর হইতে ধৃত আসামী ১. মোঃ কবির হোসেন(৪৩), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, মাতা- মৃত মালেকা খাতুন, সাং- সুহিলপুর ( কেন্দু বাড়ী), থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, ২. মোঃ বিল্লাল মিয়া (৩৪), পিতা- মৃত ইনু মিয়া, সাং- বড় দেওয়ানপাড়া, ৩। সোহেল(২৮), পিতা- আবু সাঈদ, মাতা- হামিদা বেগম, সাং- নিজ সরাইল (ফকিরপাড়া), উভয়থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে । বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

.                   এ বিষয়ে সরাইল থানা পুলিশ পরিদর্শক  (তদন্ত) মোঃ শেহাবুর রহমান দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ প্রতিনিধিকে জানান , আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে, মাদকের বিষয়ে আমরা আপোষহীন । সঠিক বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত দিয়ে আমাদের পাশে থাকুন ।

Daily Frontier News