ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা, বিকাল বাজারে খুচরা তৈল ব্যবসায়ী রমজান মোল্লা কে ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে ।
১৩ই মে ২০২২ খ্রি: তারিখে, ১৩.২৫ ঘটিকার সময়, সরাইল উপজেলাস্থ বিকাল বাজারে বিসমিল্লাহ অয়েল ভান্ডার এর মালিক মোঃ রমজান মোল্লা, পিতা- মৃত রেহান উদ্দিন মোল্লা, গ্রাম- হালুয়াপাড়া, তিনি সরাইল বাজারের খুচরা তৈল ব্যবসায়ী ।
. অবৈধভাবে, অধিক মুনাফা লাভের আশায়, তৈলের বাজারকে অস্থিতিশীল করে, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য ২০ হাজার লিটার সয়াবিন তৈল, গোদামজাত করার অপরাধে, সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাবা ফারহানা নাসরিন, মোবাইল কোর্ট পরিচালনা করিয়া ভোক্তা অধিকার আইনে ৩০.০০০/( ত্রিশ হাজার) টাকা জরিমানা করেন।
Copyright © 2023 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics