Daily Frontier News
Daily Frontier News

সরাইলে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত।

 

মোঃ রুবেল মিয়া (ব্রাহ্মণবাড়িয়া) 

 

সরাইলে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় হৃদয় বনিক (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সে মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকার বিপুল বনিকের ছেলে বলে জানা গেছে।

(৭ জুন) মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসের ধাক্কায় হৃদয় বনিক ঘটনাস্থলেই নিহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটর সাইকেল যোগে হৃদয় বনিক মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া নামক স্থানে পৌঁছলে তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হৃদয় বনিক ঘটনাস্থলেই নিহত হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় মহাসড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সুখেন্দু বসু গণমাধ্যম কে বলেন, দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকাসহ বেশ কয়েকটি স্পটে ত্রুটিপূর্ণ বিটুমিনসহ পিচ ঢালাই কাজে সমস্যা থাকায় সামান্য বৃষ্টিতেই সেখানকার রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ফলে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে।

Daily Frontier News