Daily Frontier News
Daily Frontier News

সরাইলে পানিশ্বর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সরাইল প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই, শুক্রবার বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর সামছুল আলম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত ইউনিয়নের সম্মেলনের প্রথম অধিবেশন এ পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবর রহমান বাবুল, এতে প্রধান বক্তা ছিলেন মহিলা সংরক্ষিত আসন ৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেম নাজমা বেগম শিউলী আজাদ, এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, সরাইল উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এড. আব্দুর রাশেদ, যুগ্ম আহ্বায়ক খায়রুল হুদ চৌধুরী বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ বণিক, সদস্য এড. জয়নাল উদ্দিন জয়, সদস্য রতন বক্স প্রমুখ।

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশন এ পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. নাজমুল হোসেন।পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনএ সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. নাজমুল হোসেন।

পরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১ টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। সম্মেলনের প্রধান বক্তা মহিলা সংরক্ষিত আসন ৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেম নাজমা বেগম শিউলী আজাদ বক্তব্যে বলেন পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মোঃ দ্বীন ইসলাম ও সাধারন সম্পাদক পদে আমজাদ হোসেন নির্বাচিত।

Daily Frontier News