Daily Frontier News
Daily Frontier News

সজন_ভারত_ফজলু_ঐক্য_পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা

 

রবিউল ইসলাম :
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,নতুন চাঁদের আগমনে, সাড়া জাগলো এ মনে, ঈদ এলো পবিত্র দিনে, দুঃখ বেদনা ভুলে। ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ দ্বন্দ।ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়,ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সজন_ভারত_ফজলু_ঐক্য_পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
আসছে আগামী ৩০’শে মে সোমবার বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সৎ যোগ্য নীতিবান। মেসার্স আলম এন্ড সন্স সি এন্ড এফ এজেন্ট এর চেয়ারম্যান ও সাবেক তিন বারের সফল সহ-সভাপতি মো নূর আলম এর পুত্র মোঃ আলিমূর রাজী(রাজীব) সহ
সজন_ভারত_ফজলু_ঐক্য_পরিষদের সকলকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে, এসোসিয়েশনের সেবা করার সুযোগ দিন।
তোমার ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,দিনগুলি তোমার যাকনা কেটে এমনি হেসে খেলে।অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,এই কামনায় ঈদ মোবারক।

Daily Frontier News