আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট থেকেঃ-
চুনারুঘাটের সংখ্যালঘু হিন্দু পরিবার ও বাসা বাড়িতে ঘুরেঘুরে খোঁজখবর নিচ্ছে উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)।
(১০ আগষ্ট)শনিবার চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের একডালা গ্রামে সুজিত মাস্টার সাহেব এর বাড়ি সহ উপজেলার কয়েকটা স্থান পরিদর্শন করেন।
উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট মীর সিরাজ বলেন,হামলা ও বিশৃংখলাকারীদের কোন দল নেই।হামলাকারী যেই হউক তাদের ধরে আইনের হাতে তুলে দিন।তিনি বলেন, হিন্দু,বৌদ্ধ,কৃষ্ট্রান ও মনিপুরী সকলে মিলেমিশে আমরা এতদিন চুনারুঘাটে বসবাস করছি।এই মিলবন্ধন কোন পরিবর্তন হবে না।যদি সুবিধাবাদী কোন সন্ত্রাসী গোষ্ঠী বিশৃংখলা করতে চায় তাদের কঠোর ভাবে দমন করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই,উপজেলা যুবদল নেতা আবু নাঈম হালিম, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সেক্রটারী কামরুল হাসান শাসীম,পৌর যুবদল নেতা রফিক তালুকদার,বাহরাইন যুবদল নেতা মারুপ আহমেদ সহ আরো অনেকেই।পরে তারা উপজেলার গনশ্যামপুর গ্রামের বাসিন্দা ছাত্র-জনতা আন্দোলনে অংশগ্রহনকারী একমাত্র সাহসী শিক্ষিকা সীমা’র বাড়িতে যান এবং তার খোঁজখবর নেন।ল
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics